মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রাজিলিয়ানদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম আর্জেন্টিনার রিকেলমে

স্পোর্টস রিপোর্টের,মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ০৫:০০ পিএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

ফুটবলপ্রেমী জাতি হিসেবে পরিচিত ব্রাজিলের মানুষ প্রিয় ফুটবল তারকাদের নামে সন্তানদের নাম রাখেন—এটাই তাদের ভালোবাসার পরিচয়। তবে সম্প্রতি দেশটির ভূগোল ও পরিসংখ্যান সংস্থা (আইবিজিই) প্রকাশ করেছে এক চমকপ্রদ তথ্য।

 

সমীক্ষায় দেখা গেছে, ব্রাজিলে সবচেয়ে জনপ্রিয় ফুটবলারের নামের তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা জুয়ান রোমান রিকেলমে। আশ্চর্যের বিষয় হলো, ব্রাজিলের বর্তমান সুপারস্টার নেইমারের চেয়েও বেশি মানুষ নিজেদের সন্তানের নাম রেখেছেন রিকেলমের নামে।

 

পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে প্রায় ২৫,৯৪২ জনের নাম রিকেলমে, যাদের গড় বয়স প্রায় ১২ বছর। ১৯৯০-এর দশকে যেখানে মাত্র ২২৫ জনের নাম ছিল রিকেলমে, সেখানে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২,২২০ জনে—যে সময়টিতে রিকেলমে বোকা জুনিয়র্সের হয়ে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন।

 

অন্যদিকে, নেইমারের নামে নাম রাখা হয়েছে ২,৪৪৩ জনের, যাদের গড় বয়স ১১ বছর। লিওনেল মেসির নামে রয়েছে মাত্র ৩৬৩ জনের, আর দিয়াগো ম্যারাডোনার নামে ১২৮ জনের নাম নিবন্ধিত হয়েছে।

 

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো, কিন্তু এই সমীক্ষা দেখিয়ে দিল—ফুটবলে ভালোবাসা প্রতিদ্বন্দ্বিতার সীমানা পেরিয়ে গিয়েও জায়গা করে নেয় মানুষের হৃদয়ে।