২০২৬ বিশ্বকাপে মেসির চেয়ে রোনালদোর জয়ের সম্ভাবনা বেশি: স্নেইডার
স্পোর্টস রিপোর্টের,মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথম ৪৮টি দল অংশ নেবে এই মহাযজ্ঞে, যা ফুটবলপ্রেমীদের জন্য নতুন রোমাঞ্চ নিয়ে আসবে।
ধারণা করা হচ্ছে, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুজনেই খেলবেন এই বিশ্বকাপে। তাই প্রশ্ন উঠছে—কে বেশি কাছাকাছি ট্রফির? আর্জেন্টিনা নাকি পর্তুগাল?
নেদারল্যান্ডসের সাবেক তারকা ওয়েসলি স্নেইডার মনে করেন, ২০২৬ বিশ্বকাপে মেসির চেয়ে রোনালদোর পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনাই বেশি।
২০১০ বিশ্বকাপ ফাইনালে খেলা এবং রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী এই ডাচ মিডফিল্ডার বলেন, “পর্তুগালের দল এখন অনেক শক্তিশালী। আমার চোখে তারা অন্যতম ফেবারিট। সে কারণে বলব, মেসির তুলনায় রোনালদোর হাতে ট্রফি ওঠার সম্ভাবনা বেশি।”
স্নেইডার আরও বলেন, “কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছিল, তবে তারা কিছুটা ভাগ্যবানও ছিল। সব মিলিয়ে আমার মতে, পর্তুগালই বেশি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল।”
