আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কড়া বার্তা নুরের
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ১১:৩৪ এএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ এখন ‘মরা লাশ’, আগামী ৫০ বছরে দলটির রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই। সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নুর লিখেছেন, “দেশে অবস্থানরত আওয়ামী লীগের ভাইদের বলব—বিদেশে নিরাপদে থাকা শত শত কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজের ও পরিবারের বিপদ ডেকে আনবেন না। গ্রেফতার বা গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ পরে গুপ্ত মিছিল করার কোনো মানে হয় না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের আমলে বিএনপি–জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীরা যে নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা তার তুলনায় অনেক ভালো আছেন। তাই চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ বাড়বে।”
পালিয়ে থাকা নেতাদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে নুর লেখেন, “৭৫ সালে শেখ মুজিবের পর ২০২৪ সালে তার মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির সমাপ্তি টেনেছেন। এখন দলটি কেবল বিচারিক দাফন–কাফনের অপেক্ষায়।”
নুরুল হক নুর তাঁর বার্তায় আরও বলেন, “আমরা সবাই মিলে গড়ব নতুন বাংলাদেশ—যেখানে ক্ষমতালোভী শাসক থাকবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না; থাকবে গণতন্ত্র, দেশপ্রেম, সততা ও মানবিক রাজনীতি।”
