তিতাসে বিএনপি নেতা মো. সালাউদ্দিন সরকারের লিফলেট বিতরণ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লার তিতাসে লিফলেট বিতরণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার। সোমবার (১০ নভেম্বর) তিনি তিতাস উপজেলার কড়িকান্দি বাজার ও বাতাকান্দি বাজারে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন তোফায়েল হোসেন, রুবি আক্তার, আবুল কাশেম বাবুল ভুইয়া, ফাহিম সরকারসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে মো. সালাউদ্দিন সরকার বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি মাঠে আছে, থাকবে। তিনি বলেন, তিতাস-হোমনা বাসীর উন্নয়ন ও অধিকার আদায়ের জন্য তিনি সব সময় পাশে থাকতে চান।
লিফলেট বিতরণকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষে সমর্থন কামনা করেন।
