সোমবার   ১০ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

নীলফামারি কলেজে নোসাব সাক্ষাৎ, প্রস্তাব বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ০২:২১ পিএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার

নীলফামারি সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে "জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব)"-এর নবগঠিত নীলফামারি সরকারি কলেজ শাখা কমিটি।

 

সোমবার ১০ নভেম্বর সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে অধ্যক্ষ আমিনুল ইসলাম নোসাব সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবগত থাকার কথা জানান এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন নোসাব নীলফামারি সরকারি কলেজ শাখার সভাপতি নাজমুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ফুয়াদ আলী, সহ-সভাপতি সানজিদা মনি, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান, ক্রীড়া সম্পাদক মোবাশ্বের আলী, সদস্য মোসাব্বির হোসেন, লিমা আক্তার, মিতু আক্তার, আজমীরা আক্তার নাজিরা  ও ফারজানা আক্তার দীপ্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সাক্ষাৎকালে অধ্যক্ষ আমিনুল ইসলাম নোসাব নেতৃবৃন্দের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত করার অনুরোধ জানান। তিনি বলেন, পরীক্ষা দায়িত্বে থাকা শিক্ষকবৃন্দের প্রতি ৩০০ টাকা ভাতা অত্যন্ত অপ্রতুল। এছাড়া পরীক্ষার খাতা পাঠানোর জন্য জনপ্রতি ১২ টাকা খরচ হয়, যা বর্তমান বাস্তবতায় যথেষ্ট নয়। কেন্দ্র ফি ২৫০ টাকা থেকে ১৭৫ টাকায় নামিয়ে আনা হয়েছে-এটি পুনরায় আগের ২৫০ টাকায় ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

 

অধ্যক্ষ আরও উল্লেখ করেন, এসব বিষয় দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রয়োজন রয়েছে।

 

এসময় নোসাব শাখা সভাপতি নাজমুল ইসলাম কাজল বলেন, শিক্ষকদের প্রাপ্য ন্যায্য সম্মান ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর আরোপিত ইনকোর্স ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া অযৌক্তিক সিদ্ধান্ত-এটি পুনর্বিবেচনা করা উচিত।

 

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।