গ্যাস চুরির অভিযোগে এনসিপি নেতার বাড়িতে অভিযান, সংযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:১৬ পিএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার
অবৈধভাবে অতিরিক্ত গ্যাসচুলা ব্যবহার করার অভিযোগে বগুড়া জেলা এনসিপি নেতার মতিউর রহমান পিটুর বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।
রবিবার দুপুর ৩ টার দিকে গ্যাস বিভাগের কর্মকর্তারা পিটুর বাড়িতে অভিযান চালান। অভিযানে প্রতিটি ফ্ল্যাটে গিয়ে চুলার সংখ্যা গণনা করা হয়। বৈধ সংযোগের চেয়ে বেশি সংখ্যক চুলা ব্যবহারের প্রমাণ পাওয়ায় কর্মকর্তারা তার নয়টি চুলা এবং সম্পূর্ণ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার খুলে নিয়ে যান।
পিটু গ্যাস কর্মকর্তাদের কাছে নিজেকে বগুড়া জেলা এনসিপি’র সদস্য সচিব হিসেবে পরিচয় দেন। এতে কর্মকর্তারা বিব্রত হন। তবে এনসিপি সূত্রে জানা যায়, পিটু আসলে সংগঠনের একজন সমন্বয়কারী সদস্য।
বগুড়া জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য মতিউর রহমান পিটু বলেন, গ্যাসের জন্য আবেদন করা ছিলো। তবে কেহ শত্রুতাবসত আমাকে হেয় করেছে।
পশ্চিমাঞ্চল গ্যাস বিভাগের বগুড়ার ম্যানেজার আলমগীর হোসেন জানান, মতিউর রহমান পিটু দীর্ঘদিন ধরে অতিরিক্ত চুলা ব্যবহার করে গ্যাস চুরি করে আসছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ কারণে তার সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরে নির্ধারিত জরিমানা করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন অবৈধ সংযোগ ও চুলা ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
