হ্যাটট্রিকে পুসকাস–ডি স্টেফানোকে মনে করালেন লেভানডফস্কি
স্পোর্টস রিপোর্টের, মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ১১:০৭ এএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার
লা লিগায় দুর্দান্ত এক রাতে পুরনো ফর্মে ফিরলেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি। সেলতা ভিগোর বিপক্ষে তার হ্যাটট্রিকে জয় পেয়েছে বার্সা, ৪–২ ব্যবধানে। এই হ্যাটট্রিকের মাধ্যমে লেভানডফস্কি নাম লেখালেন ফেরেঙ্ক পুসকাস ও আলফ্রেডো ডি স্টেফানোর পাশে—৩৫ বছর বয়সের পর লা লিগায় তিনটি হ্যাটট্রিক করা তৃতীয় খেলোয়াড় হিসেবে।
ম্যাচে লেভার তিন গোলের দুটিতেই সহায়তা করেছেন ধারে বার্সায় খেলা ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। তরুণ লামিনে ইয়ামালও টানা তৃতীয় ম্যাচে গোল করেছেন।
চোট কাটিয়ে ফেরার পর এটিই ছিল লেভানডফস্কির প্রথম পূর্ণ ম্যাচ। প্রথমার্ধে জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে করেন নিজের তৃতীয় গোল। এর আগের দুই হ্যাটট্রিক এসেছিল ২০২৩–২৪ মৌসুমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ও ২০২৪–২৫ মৌসুমে আলাভেসের বিপক্ষে।
রাশফোর্ড এই মৌসুমে বার্সার সর্বশেষ নয় ম্যাচের আটটিতেই গোল বা অ্যাসিস্টে অবদান রেখেছেন। ইয়ামালও ছন্দে ফিরেছেন—শেষ তিন ম্যাচেই গোল করেছেন তিনি।
ম্যাচের শেষ দিকে সেলতার ইগাও আসপাসকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়ং, তবে তাতে জয় থামেনি বার্সার।
এই জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ২৮। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩১। বিরতির আগে ব্যবধান কমাতে পেরে সন্তুষ্ট কোচ হান্সি ফ্লিক বলেন,
“দলের পারফরম্যান্সে আমি খুশি। দ্বিতীয়ার্ধে আমরা দাপট দেখিয়েছি, এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।”
২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।
