রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৫ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

নতুন পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৯ নভেম্বর ২০২৫ রোববার

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে-কমিশন গঠন বা এ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বর্তমান নয়, বরং আগামী সরকারই নেবে।

 

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

অর্থ উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে তার চূড়ান্ত বৈঠক হবে ১৫ নভেম্বর। “ওদের সঙ্গে আমার জুমে কথাও হয়েছে। তারা বলেছে, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি নিয়ে তারা সন্তুষ্ট। আমরা যা যা করার চেষ্টা করেছি, তা তারা ইতিবাচকভাবে দেখছে,” বলেন সালেহউদ্দিন আহমেদ।

 

তিনি আরও বলেন, আইএমএফের কিছু সুপারিশ রয়েছে, যার মধ্যে রাজস্ব আয় বাড়ানো অন্যতম। “আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত এখনো কম। জনগণ কর দিতে চায় না—এটা একটা কারণ। আবার এনবিআর দুই মাস কার্যক্রম বন্ধ থাকায় রাজস্ব আহরণে বড় প্রভাব পড়েছে। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি,” যোগ করেন তিনি।

 

অর্থ উপদেষ্টা জানান, সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির পরামর্শও দিয়েছে আইএমএফ। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং খাদ্য খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়েছে সংস্থাটি। “খাদ্য খাতে আমরা তুলনামূলকভাবে ভালো করছি,” বলেন সালেহউদ্দিন আহমেদ।