মেসির বিশ্বরেকর্ডের রাতে ঐতিহাসিক সেমিফাইনালে ইন্টার মিয়ামি
স্পোর্টস রিপোর্টের, মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ১০:৩৫ এএম, ৯ নভেম্বর ২০২৫ রোববার
লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে প্রথমবারের মতো এমএলএস প্লে-অফের সেমিফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। শনিবার রাতে ইস্টার্ন কনফারেন্সের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসিকে ৪–০ গোলে উড়িয়ে দেয় মেসির দল। এই জয়ের ফলে তারা এখন এমএলএস কাপ জয়ের স্বপ্ন থেকে মাত্র তিন ম্যাচ দূরে।
ম্যাচের শুরুতেই আগুন ঝরান মেসি। মাত্র ১০ মিনিটে চার ডিফেন্ডারের ঘেরাটোপ ভেঙে দূরপাল্লার শটে দারুণ গোল করেন তিনি। এরপর ৩৯ মিনিটে মাতেও সিলভেত্তির পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা।
দ্বিতীয়ার্ধে ন্যাশভিল একটি গোল করলেও রেফারি ফাউলের কারণে তা বাতিল করেন। এরপর ৭৪ ও ৭৬ মিনিটে তাদেও আইয়েন্দের পরপর দুটি গোল মিয়ামির জয় নিশ্চিত করে।
এই ম্যাচে বিশ্বরেকর্ড গড়েন লিওনেল মেসি। আইয়েন্দের দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করে চলতি শতাব্দিতে প্রথম ফুটবলার হিসেবে ৪০০ গোল করানোর কীর্তি গড়েছেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে খেলা কোনো খেলোয়াড়ের নামের পাশে ৩০০ অ্যাসিস্টও নেই।
ইন্টার মিয়ামির জন্য এই জয় নতুন ইতিহাস। এমএলএস প্লে-অফে এটাই তাদের প্রথম সেমিফাইনাল। এর আগে দক্ষিণ ফ্লোরিডার দল মিয়ামি ফিউশন ২০০১ সালে শেষ চারে উঠেছিল।
এখন ইন্টার মিয়ামির সামনে সিনসিনাতি। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ফিলাডেলফিয়া ইউনিয়ন বা এনওয়াইসি এফসির সঙ্গে। ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এমএলএস ফাইনাল, আর সেখানে ফিলাডেলফিয়া, সিনসিনাতি বা মিয়ামি—যে দলই উঠবে, তারাই আয়োজন করবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
