জামায়াতের লক্ষ্য সরকার গঠন, বিরোধী আসনে বসা নয়
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ১০:২৩ এএম, ৯ নভেম্বর ২০২৫ রোববার
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলে বসার কোনো পরিকল্পনা নেই জামায়াতে ইসলামী’র। দলটি আশাবাদী—এবার তারা সরকার গঠনে অংশ নিতে পারবে। যদিও বাস্তবতা বলছে, এককভাবে বিএনপিরই পাল্লা ভারী হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। তাই বিএনপির সঙ্গে আসন সমঝোতা এবং ভবিষ্যৎ জাতীয় সরকারের অংশীদার হতে চায় জামায়াত।
সূত্র জানায়, আওয়ামী লীগের শাসনামলে মামলা, হামলা ও অর্থনৈতিক ক্ষতির অভিজ্ঞতা থেকে জামায়াত এখন আর কোনোভাবেই বিরোধী দলে যেতে চায় না। বরং তারা চায় ক্ষমতার অংশীদার হতে। এ কারণেই দলটি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।
জামায়াতের নীতিনির্ধারকরা মনে করেন, সংসদে কম আসন নিয়ে বিরোধী দলে থাকলে রাজনৈতিক প্রভাব কমে যাবে। তাই বিএনপির সঙ্গে আসন সমঝোতা করলে শুধু সংসদে আসনসংখ্যা বাড়বে না, সংগঠনগতভাবেও দলটি শক্তিশালী হবে। পাশাপাশি সরকারে মন্ত্রিত্ব পেলে দলের জনসম্পৃক্ততা ও সামাজিক প্রভাব বাড়বে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়, তবে কিছু আসনে তারা সুবিধা পেতে পারে। তবে সামগ্রিকভাবে বিরোধী শিবিরেই পাল্লা ভারী থাকবে।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। জনগণ আর তাদের চায় না। ছদ্মবেশী আওয়ামী লীগাররা ভোটে সফল হবে না।”
সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, “জামায়াত কেন বিরোধী দলে যাবে? আমরা ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করব।”
