রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৫ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তফসিল ঘোষণার প্রস্তুতি দ্রুত শেষের উদ্যোগ নিয়েছে ইসি

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ১০:১৩ এএম, ৯ নভেম্বর ২০২৫ রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত শেষ করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পার্টিসহ নিবন্ধিত সব দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

সময় স্বল্পতার কারণে এবার পৃথক নয়, বরং সমমনা দলগুলোকে একসঙ্গে সংলাপে ডাকা হবে বলে জানিয়েছে ইসি। কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার আগে এই সংলাপ সফলভাবে সম্পন্ন করাকেই বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

 

তফসিল ঘোষণার আগে দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন ও করণীয় নির্ধারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়েই এগোচ্ছে কমিশন। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি বা তার আগেই।

 

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “নির্বাচনের প্রস্তুতি পূর্ণোদ্যমে চলছে। ডিসেম্বরেই তফসিল ঘোষণা হবে। সবকিছু কর্মপরিকল্পনা অনুযায়ী হচ্ছে। সংলাপ শুরু হবে নভেম্বরের মাঝামাঝি, যা নির্বাচনি প্রস্তুতির শেষপর্ব।”

 

ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনের আগে আচরণবিধি ও পরিচালনা বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন বিধিমালায় নির্বাচনি প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তবে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহারের অনুমতি থাকবে। এছাড়া প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকে আইনের আওতায় আনা হয়েছে।

 

এদিকে, পোস্টাল ব্যালটে ভোটদান সহজ করতে আগামী ১৬ নভেম্বর চালু হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। এর মাধ্যমে প্রবাসী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভোট দিতে পারবেন।

 

ইসি কর্মকর্তারা জানান, ভোটার এলাকা স্থানান্তরের শেষ তারিখ ১০ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইতোমধ্যে ভোটকেন্দ্র নির্ধারণের কাজ শেষ হয়েছে।

 

গণভোট আয়োজন নিয়ে এখনো সরকারের নির্দেশনা না পেলেও ইসি প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করছে। কমিশনের মতে, ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।