পর্তুগাল জাতীয় ক্রিকেট খেলোয়াড় আহমদ উল্লাহকে লাকসামে সংবর্ধনা
জাফর আহমেদ
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
লাকসামের কৃতি সন্তান পর্তুগাল জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আহমদ উল্লাহকে সংবর্ধনা দিয়েছে লাকসামের নাগরিক সমাজ।
৮ নভেম্বর সন্ধ্যায় লাকসামের ফুড হ্যাভেন রেস্টুরেন্টের ভিআইপি হল রুমে জি এম এস রুবেলের পরিচালনায় ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন লাকসাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট বদিউল আলম সুজন।
বক্তব্য রাখেন, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ প্রমুখ। পর্তুগাল জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আহমদ উল্লাহ লাকসাম পৌরসভার বিনই গ্ৰামের মরহুম আলী নোয়াব মেম্বারের ছেলে। সম্প্রতি তিনি লাকসামের বাড়িতে আসলে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়।
