শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এতে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে। শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে আন্দোলন করছিলেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, শিক্ষকরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শাহবাগে ব্যারিকেড স্থাপন করে। শিক্ষকরা তা ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। তিনি আরও জানান, দুই-একজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে; জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকালে সারা দেশের প্রাথমিক শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শিক্ষকরাও অভিযোগ করেন, “মানুষ গড়ার কারিগরদের তৃতীয় শ্রেণিতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। পদোন্নতির যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক শিক্ষক সারা জীবন এক পদে আটকে থাকছেন।”
অন্দোলনরত শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে যাবে। শিক্ষকদের দাবিগুলো হলো—
. সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ,
. ১০ ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান,
. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।
