ড.জাকির নায়েকের সফর বাতিলের প্রতিবাদে লাকসামে বিক্ষোভ মিছিল
রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
ভারতের প্রতিক্রিয়ার কারণে নির্বাচনের অজুহাতে ইন্টেরিম সরকার কর্তৃক বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাকসামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভের আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) লাকসাম উপজেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, আহবায়ক, আপ বাংলাদেশ লাকসাম উপজেলা, হেদায়েত উল্যাহ, যুগ্ম সদস্য সচিব,মাহতাবুল আলম, উপজেলা যুগ্ম আহবায়ক,মাওলানা আব্দুল্লাহ আল নোমান, কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক।
বক্তারা বলেন, “ড. জাকির নায়েক ইসলামের দাওয়াত প্রচারে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আগমন ঠেকানো ইসলামপ্রেমী মানুষের হৃদয়ে আঘাত।”
তারা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে ড. জাকির নায়েকের বাংলাদেশ সফরের অনুমতি দেওয়ার দাবি জানান।
