শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঠাকুরগাঁওয়ে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার মনসুর আলী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম চান মিয়া (৪০)। তিনি সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশা কুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চান মিয়া নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন'কে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছে।

 

এ বিষয়য়ে ভুল্লী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং দুর্ঘটনা কবলিত বিষয়ে তদন্ত চলছে এবং বাসটি'কে ধরার চেষ্টা চলছে, সেই সাথে দোষীদে'র আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।