২০ মিনিটে তিনবার আঘাত, পান্তকে নিয়ে উদ্বেগে ভারত
স্পোর্টস রিপোর্টের, মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
ভারতের উইকেটরক্ষক–ব্যাটার ঋষভ পান্ত জাতীয় দলে ফেরার পথে নতুন চ্যালেঞ্জে পড়েছেন। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে চোট পাওয়া পান্ত দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন। ১৪ নভেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেও চলমান ‘এ’ দলের প্রস্তুতিমূলক টেস্টে তিনি আবার চোট পেয়েছেন।
প্রোটিয়া ‘এ’ দলের সঙ্গে খেলার সময়, দ্বিতীয় টেস্টে লোকেশ রাহুল আউট হওয়ার পর ক্রিজে নামেন পান্ত। শুরুতে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে নিজের রানের খাতা খোলেন। কিন্তু এরপর শেপো মোরেকির বল হেলমেটে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান এবং কনকাশন পরীক্ষার মাধ্যমে ফিটনেস যাচাই করতে হয়। পরে একই বোলারের বল পুল খেলতে গিয়ে তার হাতে আঘাত করে, ফিজিও ব্যথানাশক স্প্রে প্রয়োগ করেন।
প্রায় ২০ মিনিটের মধ্যে তৃতীয়বার বিপত্তিতে পড়েন পান্ত। ভুল লাইনে বল খেলার সময় ব্যাট ফাঁকি দিয়ে পেটের নিচের দিকে আঘাত পান। এতে তাকে নতুন ব্যাটার নামিয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।
এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ও দলের জন্য উদ্বেগের বিষয় দেখা দিয়েছে। পান্ত প্রোটিয়া ‘এ’ দলের বিপক্ষে যেমন মূল টেস্টের প্রস্তুতিমূলক ম্যাচে আঘাত পেয়েছেন, তেমনই ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে শুরু হতে যাওয়া সিরিজে তার খেলার সম্ভাবনা এখন অনিশ্চিত। সিরিজের দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
