ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে জনগণের সমর্থন চায় জামায়াত ড. সরওয়ার
রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫২ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
কুমিল্লা লাকসাম পৌরসভার বাতাখালী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
ড. সরওয়ার ছিদ্দিকী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে একটি আদর্শ ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এমন রাষ্ট্রই জনগণের মৌলিক চাহিদা পূরণ করবে এবং সুদ, ঘুষ ও মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূল করবে।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কোনো রক্তপাত ছাড়াই অনৈসলামীক বিধানের পরিবর্তে শরিয়াহভিত্তিক আইন প্রবর্তন করবে।
তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিভিন্ন মহলের অপপ্রচারের পরও জামায়াত এখনো কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এটি আল্লাহর রহমত।
সমাবেশে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের আমীর মুফতী আখতার হোসেন আজাদী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, পৌরসভা সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, পৌর শুরা সদস্য মাওলানা আবু জাফর মো. ছালেহ, পৌর যুব বিভাগের সভাপতি মো. সাইফুল ইসলাম খোকন এবং ৪নং ওয়ার্ড আমীর ফয়সাল হোসেন মুন্সী।
ওয়ার্ড সেক্রেটারি মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু নোমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, যুবনেতা আবুবকর জাহিদসহ শত শত নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
