শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

নোসাবের ভবানীগঞ্জ শাখায় নেতৃত্ব পেলেন: আশিক-আতাউর

শফিকুল ইসলাম

প্রকাশিত : ১১:২৭ পিএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব)-এর ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ আতাউর রহমান।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) নোসাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন ইমন এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন ৭ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন।

 

কমিটির অন্যান্য পদে রয়েছেন–মোঃ রবিউল ইসলাম (সহ-সভাপতি), মোঃ মাহফুজ আহম্মেদ (যুগ্ম-সাধারণ সম্পাদক), মোঃ মুজাহিদুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), জয় কুমার (দপ্তর সম্পাদক) ও মোঃ আলামিন ইসলাম (প্রচার সম্পাদক)।

 

নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।