জনকল্যাণের রাজনীতিতে মাঠে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসান
রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনকল্যাণের রাজনীতি এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসান।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন রাজনীতি মানে জনগণের সেবা ও দেশের প্রতি দায়বদ্ধতা।
এই আদর্শকে ধারণ করে আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেল থেকে লাকসাম বাইপাস এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসান। বিকেল ৩টায় লিফলেট বিতরণ শেষে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
গণসংযোগে এলাকাবাসীর মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। অনেকেই বলেন, “ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসানের মতো তরুণ, সৎ ও কর্মঠ নেতৃত্বই পারে আমাদের এলাকার পরিবর্তন আনতে।
গণসংযোগ শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
