শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

মানুষের অধিকার প্রতিষ্ঠায় মাঠে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসান

রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার

মনোহরগঞ্জে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত

মনোহরগঞ্জে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত

মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনকল্যাণের রাজনীতি এই তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসান।

তিনি বিশ্বাস করেন, “রাজনীতি মানে জনগণের সেবা ও দেশের প্রতি দায়বদ্ধতা।”
এই আদর্শকে ধারণ করে আজ শুক্রবার (৭ই নভেম্বর) সকাল থেকে মনোহরগঞ্জ বাজারমানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনকল্যাণের রাজনীতি এই তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসান। এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, মতবিনিময় ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসানের নেতৃত্বে এলাকায় উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

গণসংযোগ শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।