নগ্ন ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন জেনিফার লরেন্স
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০৫:২৮ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন, নতুন চলচ্চিত্র “ডাই মাই লাভ”-এর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় তিনি কোনো ইনটিমেসি কো-অর্ডিনেটরের সাহায্য নেননি। লরেন্স বলেন, সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি পুরোপুরি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন।
লিন রামজি পরিচালিত এই চলচ্চিত্রে লরেন্স অভিনয় করেছেন এক নারীর ভূমিকায়, যিনি সন্তানের জন্মের পর মানসিকভাবে ভেঙে পড়েন। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমাদের কোনো ইনটিমেসি কো-অর্ডিনেটর ছিল না, আর থাকলেও তেমন ব্যবহার করিনি। রবার্টের সঙ্গে কাজ করে আমি নিরাপদ অনুভব করেছি। সে খুবই পেশাদার ও শ্রদ্ধাশীল। আমরা শুটিংয়ের সময় ব্যক্তিগত জীবন ও সন্তান নিয়ে কথা বলেছি—কোনো অস্বস্তি ছিল না।”
লরেন্স আরও যোগ করেন, “অনেক পুরুষ অভিনেতা ক্ষুব্ধ হয়ে পড়েন, যদি তাঁরা বুঝতে পারেন সহ–অভিনেত্রী তাঁদের প্রতি আকৃষ্ট নন। কিন্তু রবার্ট এমন নয়।”
গর্ভাবস্থায় “ডাই মাই লাভ”–এর শুটিং করেছেন জেনিফার লরেন্স। সেখানে নগ্ন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “আমি কখনো নগ্নতা নিয়ে অস্বস্তিতে ভুগিনি। বরং পরিচালককে সম্পূর্ণ শিল্পী–স্বাধীনতা দিতে চেয়েছি। গর্ভবতী অবস্থায় কাজ করায় শরীর নিয়ে অস্বস্তি বা দুশ্চিন্তা ছিল না।”
লরেন্স জানান, আগের ছবিতে কঠোর ডায়েট ও নিয়মিত ব্যায়াম করতে হতো, কিন্তু এবার তিনি নিজের স্বাভাবিকতায় থেকেছেন।
লিন রামজির পরিচালনায় তৈরি *“ডাই মাই লাভ”* চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামীকাল, ৭ নভেম্বর।
