বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

নতুন রূপে চমকে দিলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান যেন সময়কে থামিয়ে রেখেছেন। বয়স বাড়লেও তার সৌন্দর্য আর অভিনয়ের নৈপুণ্যে তিনি বারবার নতুনভাবে মুগ্ধ করছেন দর্শকদের। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত সক্রিয় তিনি, যেখানে প্রায়ই দেখা মেলে তার ভিন্ন ভিন্ন সাজে।

 

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে আবারও নতুন রূপে হাজির হয়েছেন জয়া। সাদা শাড়ি, ঐতিহ্যবাহী গহনা আর মৃদু হাসিতে ফুটে উঠেছে এক ক্ল্যাসিক বাঙালি রূপ। ছবিগুলোতে পুরোনো দিনের আসবাব ও সবুজ পটভূমির সংযোজন যেন আরও বাড়িয়ে দিয়েছে তার আভিজাত্য।

 

অভিনেত্রীর এই ফটোসেশনের আড়ালেও আছে প্রোমোশনাল দিক। জয়াকে দেখা গেছে একটি গহনা ব্র্যান্ডের প্রচারণায়, যার কথা তিনি নিজেই উল্লেখ করেছেন পোস্টের ক্যাপশনে।

 

কাজের প্রতি একাগ্রতা, ফ্যাশনে নান্দনিকতা আর ব্যক্তিত্বে ভর করে জয়া আহসান আজও দুই বাংলার সবচেয়ে প্রিয় মুখদের একজন।