বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

মেসির শেষ বিশ্বকাপ জার্সিতে ম্যারাডোনার ছোঁয়া

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য নতুন হোম কিট উন্মোচন করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এটি হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ জার্সি—যার নকশায় রয়েছে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ছোঁয়াও।

 

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা ও আকাশি নীল রঙের উল্লম্ব স্ট্রাইপ বজায় রেখে জার্সিতে যুক্ত করা হয়েছে আধুনিক গ্রেডিয়েন্ট শেডিং। প্রতিটি নীল স্ট্রাইপে হালকা থেকে গাঢ় রঙের পরিবর্তন এনে এটিকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করা হয়েছে।

 

অ্যাডিডাস জানিয়েছে, এই জার্সির ডিজাইন অনুপ্রাণিত ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপজয়ী কিট থেকে। এই তিন রঙের মিশেলে একসঙ্গে ধরা পড়েছে পাসারেইয়া, ম্যারাডোনা ও মেসির যুগের গৌরব।

 

জার্সির কাঁধে অ্যাডিডাসের তিনটি স্ট্রাইপ ও হাতার প্রান্তে গাঢ় নীল রঙ ব্যবহার করা হয়েছে। গলার পেছনে লেখা রয়েছে ‘১৮৯৬’—যা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবর্ষকে স্মরণ করায়।

 

২০২৬ বিশ্বকাপের সাত মাস আগে প্রকাশিত এই জার্সি তৈরি হয়েছে উন্নত প্রযুক্তিতে, যা খেলোয়াড়দের শরীর ঠাণ্ডা ও আরামদায়ক রাখতে সহায়তা করবে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে এই জার্সিতেই শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি—এবং হয়তো তাতেই ইতিহাসের আরেক অধ্যায় রচিত হবে।