তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নবম দিনের আপিল শুনানি অব্যাহত
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ১১:৩১ এএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে নবম দিনের মতো আপিল শুনানি চলছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়।
রাষ্ট্রের পক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগের দিন বুধবারও তিনি প্রায় দেড় ঘণ্টা ধরে আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বহাল রাখা উচিত নয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, রায় পরিবর্তনের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন।
১৯৯৬ সালে জাতীয় সংসদে পাস হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী। এর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন।
২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দেয়। পরবর্তীতে ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। একই বছরের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি। সেই রিভিউ আবেদন থেকেই আপিল শুনানির অনুমতি দিয়ে গত ২৭ আগস্ট আদালত ২১ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করে।
অন্যদিকে, গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে তা বাতিলের রায় দেন।
