বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

জকসু নির্বাচন পেছানোয় ক্ষুব্ধ ছাত্রশিবির

আবিদ হাসান বাঁধন, জবি প্রতিনিধি

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তপশিল অনুযায়ী পূর্বঘোষিত তারিখ হতে নির্বাচন পেছানোয় ক্ষুব্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। ছাত্রদলের প্রতি ইঙ্গিত করে শিবির অভিযোগ করে, নির্বাচন কমিশন একটি দলকে খুশি করতে নির্বাচন পিছিয়েছে। তবে নতুন তফশিল অনুযায়ী ঘোষিত তারিখে তারা নির্বাচনে অংশ নিবেন।


বুধবার (৫ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।


সংবাদ সম্মেলনে জবি শিবির সভাপতি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২৭শে নভেম্বর নির্বাচন বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেন। গত দুই নভেম্বর সকল ছাত্রসংগঠনের প্রতিনিধি নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় একটি ছাত্রসংগঠন নির্বাচন পেছানোর জন্য জোরাজুরি করতে থাকে।

 

আজ নির্বাচন কমিশন একটি ছাত্রসংগঠনকে খুশি করতে নির্বাচন ২৬ দিন পিছিয়ে ২২শে ডিসেম্বর করার ঘোষণা দিয়েছে। যা নির্বাচনের কমিশনের প্রতারণা ও পক্ষপাতমূলক আচরণের বহিঃপ্রকাশ। 


এসময় তিনি নির্বাচন কমিশনকে দলকানা আখ্যা দিয়ে বলেন, আজ তফশিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশন দলকানা ও ক্ষমতার কাছে মাথানত করার নোংরা কালচার চালু করেছে তা শিক্ষাব্যবস্থার জন্য কলংকিত ইতিহাসের সূত্রপাত করেছে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দ্বারা এমন পক্ষপাতমূলক আচরণ এবং দূর্বল মানসিকতার সিদ্ধান্ত আশা করিনা। তাদের এই আচরণের দ্বারা আমরা শিক্ষার্থী হিসেবে সংক্ষুব্ধ ও ব্যথিত। 


তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তারা নতুন ঘোষিত তারিখেই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এসময় তারা শিক্ষকদের পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থেকে নতুন নির্ধারিত তারিখে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।


এর আগে গত ১৭ই সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৭ নভেম্বর নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর গত ২রা নভেম্বর সব দলের অংশগ্রহণে উপাচার্যের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় নির্বাচন পেছানোর দাবি জানায় বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তবে এ দাবির বিরোধীতা করে পূর্বনির্ধারিত ২৭শে নভেম্বর নির্বাচন আয়োজন করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। আজ ঘোষিত তফসিলে নির্বাচনের তারিখ ২২শে ডিসেম্বর ঘোষণা করে নির্বাচন কমিশন।