খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাহিদ ইসলাম
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী **বেগম খালেদা জিয়া** যে তিনটি আসন থেকে নির্বাচন করবেন, সেসব আসনে প্রার্থী না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন **জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)** আহ্বায়ক **নাহিদ ইসলাম**।
বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের ‘সংস্কার’ ও ‘জুলাই সনদ’-এর দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করব।”
তিনি আরও জানান, **১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।**
বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়া প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁদের সম্মানার্থে আমরা হয়তো সেসব আসনে প্রার্থী দেব না। তবে দেশের অধিকাংশ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।”
এর আগে মঙ্গলবার এনসিপির মুখ্য সমন্বয়ক **নাসীরউদ্দীন পাটওয়ারী**ও একই বক্তব্য দেন। তিনি জানান, খালেদা জিয়ার বিপক্ষে কোনো আসনে প্রার্থী দেবে না এনসিপি।
দলটির যুগ্ম আহ্বায়ক **মনিরা শারমিন** বলেন, “আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি— বেগম খালেদা জিয়া যে আসনগুলোতে নির্বাচন করবেন, সেগুলোতে প্রার্থী দেওয়া হবে না। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকা ও নির্যাতন-নিপীড়নের ইতিহাসের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বিষয়টি **আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।**
