বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী দক্ষিণী অভিনেত্রী রাশমিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ১২:১৪ পিএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার

দক্ষিণী তারকা **রাশমিকা মান্দানা** এই বছর তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। দক্ষিণ ভারত থেকে বলিউড—সবখানেই তিনি রীতিমতো ঝড় তুলেছেন। চলতি বছরের বক্স অফিসের তথ্য অনুযায়ী, তার অভিনীত ছবিগুলো বড় বাজেটের ছবির তুলনায়ও বেশি আয় করেছে।

 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকেই রাশমিকার জন্য বছরটি দারুণ ছিল। এ বছর তার চারটি ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে ‘ছাওয়া’ এবং ‘কুবেরা’ বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

 

**রাশমিকার ২০২৫ সালের ছবির বক্স অফিস আয়:**

 

* **ছাওয়া** (ফেব্রুয়ারি, বাজেট ১৫০ কোটি) – বিশ্বব্যাপী আয়: প্রায় ৮০৭.৮৮ কোটি টাকা।

* **সিকান্দার** (মার্চ, বাজেট ২০০ কোটি) – বিশ্বব্যাপী আয়: ১৮৫.৫০ কোটি; ভারতে আয়: ১৩১.৫০ কোটি টাকা।

* **কুবেরা** (জুন, বাজেট ১০০ কোটি) – বিশ্বব্যাপী আয়: ১৩৮.৬০ কোটি; ভারতে আয়: ১০৬.৫০ কোটি টাকা।

* **থাম্মা** (দীপাবলি, বাজেট ১৪০ কোটি) – বিশ্বব্যাপী আয়: প্রায় ১৪৩.৭৫ কোটি; ভারতে আয়: ১২৫.৭৫ কোটি টাকা।

 

সূত্রের খবর, এই চারটি ছবির মাধ্যমে **রাশমিকা ১২৭৫ কোটি রুপিরও বেশি আয়** করেছেন এবং চলতি বছরের সর্বাধিক আয়কারী অভিনেত্রী হিসেবে তিনি শীর্ষে অবস্থান করছেন।