নিবন্ধন না পেয়ে আমরণ অনশনের ডাক দিলেন তারেক
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৮:১২ পিএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
আওয়ামী লীগের সহ-চেয়ারম্যান ও আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন কমিশন এসিকের কাছ থেকে তার দলের নিবন্ধন না পায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নিজ ফেসবুক পেজে এই সংবাদটি তিনি নিশ্চিত করেন।
তারের অভিযোগ, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে’ মাত্র এক মাস আগে একটি দল খুলে সেটিকে নিবন্ধন দেওয়া হয়েছে; তার আগে জাতীয় লীগের নিবন্ধনের নাম ঘোষণা করলেও পরে তা স্থগিত করে দেওয়া হয়। তিনি বলেন, বছরের পর বছর রাজনীতি করে ওদের নির্দিষ্টভাবে নিবন্ধিত না করে রাখা ঠিক হয়নি এবং রাজনীতি যেন শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণির জন্য সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তিনি তাদের শাস্তির দাবি জানিয়ে বলেন, দাবি না মানলে আমরণ অনশন শেষ পর্যন্ত মৃত্যুদিকেই ঠেলে দেবে।
