বিইউবিটিতে মাদক ও যৌন হয়রানি বিরোধী সেমিনার অনুষ্ঠিত
সায়মন ইসলাম নিবিড়, বিইউবিটি প্রতিনিধি
প্রকাশিত : ০৭:০২ পিএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ৪ নভেম্বর, ২০২৫ (সোমবার) আন্তর্জাতিক সম্মেলন হলে "মাদক বিরোধী, যৌন হয়রানি প্রতিরোধ, বুলিং বিরোধী এবং র্যাগিং বিরোধী কার্যক্রম" শীর্ষক একটি সেমিনার আয়োজন করে।
এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল শিক্ষার্থী এবং কর্মীদের মধ্যে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং মাদকমুক্ত শিক্ষা পরিবেশ তৈরির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
মূল বক্তব্য প্রদান করেন জনাব মাজহারুল ইসলাম, পরিচালক (উপ-সচিব), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ এবং মিসেস নিশাত সুলতানা, পরিচালক - ইনফ্লুয়েন্সিং ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশনস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যিনি একজন বিখ্যাত লেখক, কলামিস্ট এবং মানবাধিকার কর্মী।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন বিইউবিটি-এর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলী আহমেদ; বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য অধ্যাপক মিয়া লুৎফর রহমান; বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন; বিইউবিটি-র মাননীয় প্রক্টর উইং কমান্ডার মো. মোমেনুল ইসলাম (অব.); সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অনুষদ সদস্য এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
উভয় বক্তা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদকের অপব্যবহার, যৌন হয়রানি, বুলিং এবং র্যাগিংয়ের ভয়াবহ পরিণতি নিয়ে আলোচনা করেন এবং প্রতিরোধমূলক শিক্ষা, সচেতনতা এবং সম্মিলিত পদক্ষেপের গুরুত্বের উপর জোর দেন।
সেমিনারটি একটি ইন্টারেক্টিভ আলোচনার মাধ্যমে শেষ হয় যেখানে শিক্ষার্থী এবং অনুষদ সদস্যরা তাদের মতামত ভাগ করে নেন এবং একটি সম্মানজনক এবং সহায়ক ক্যাম্পাস সংস্কৃতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন
