বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

নীরবতা ভেঙে ফিরছেন শ্রদ্ধা কাপুর, আসছেন নতুন রূপে

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

‘স্ত্রী ২’-এর পর দীর্ঘ নীরবতা ভেঙে আবারও পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবার তিনি হাজির হচ্ছেন এক অনন্য, গভীর ও আবেগঘন চরিত্রে। শ্রদ্ধা অভিনয় করছেন কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে, যার জীবনীভিত্তিক ছবির নাম **‘ঈথা’**। ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘ঈথা’ লেখা ক্ল্যাপবোর্ডের একটি ছবি ভাইরাল হয়েছে, যা ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছবিটির সংগীত পরিচালনা করবেন জনপ্রিয় সংগীত জুটি **অজয়-অতুল**। ফলে ‘ঈথা’র সংগীতে থাকছে ঐতিহ্য ও আবেগের মিশেল।

 

ভিতাবাই নারায়ণগাঁওকর মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপ ‘তামাশা’-র অন্যতম প্রাণপুরুষ। তাঁর সংগ্রামী জীবন, শিল্পচর্চা ও সাংস্কৃতিক অবদান নিয়েই তৈরি হচ্ছে ছবিটি। শ্রদ্ধার জন্য এটি নিঃসন্দেহে এক অভিনয়নির্ভর, চ্যালেঞ্জিং চরিত্র—যা তাঁর ক্যারিয়ারে নতুন উচ্চতা এনে দিতে পারে।

 

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’-এর পর এ বছর শ্রদ্ধার নতুন কোনো ছবি মুক্তি না পেলেও, তাঁর জনপ্রিয়তা অটুট রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুসারীর সংখ্যা এখন ৯৪ মিলিয়নের বেশি। সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর শ্রদ্ধার আবেগঘন বার্তা ব্যাপক সাড়া ফেলে।

 

এমনকি সাম্প্রতিক হ্যালোইন উৎসবেও যুক্তরাষ্ট্রে এক নারীকে দেখা গেছে শ্রদ্ধার ‘স্ত্রী’ চরিত্রে সাজতে—যা প্রমাণ করে, শ্রদ্ধা কাপুরের আইকনিক চরিত্রগুলো এখনো দর্শকের মনে জাগিয়ে রাখে এক বিশেষ নস্টালজিয়া।