রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৩ ১৪৩২   ১৬ জমাদিউস সানি ১৪৪৭

“টিম ছাড়া কিছু বলব না”– নতুন প্রজেক্টে তানজিন তিশা

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত : ০৬:১১ পিএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও আলোচনায়। দীর্ঘ বিরতির পর নতুন এক বড় প্রজেক্ট নিয়ে ফিরছেন তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিরতির কারণ নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

 

তিশা বলেন, আমি কখনও বলিনি নাটক করব না বা ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী–আমার যদি গল্প ভালো লাগে, অভিনয়ের জায়গা থাকে, সেটা নাটক, সিনেমা কিংবা মঞ্চ-সব জায়গায় কাজ করতে চাই।

 

তিনি জানান, ইচ্ছাকৃতভাবেই কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। “আমার মনে হয়েছে খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য আমার একটা বিরতি দরকার ছিল। তাই আমি নিজেকে প্রস্তুত করেছি, সময় নিয়েছি,” যোগ করেন তিশা।

 

অভিনেত্রী আরও বলেন, “একটা ভালো কাজ করতে যাচ্ছি, বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক বেশি এক্সাইটেড। তবে এখনই কিছু বলতে চাই না–আমার টিম ছাড়া কিছু বলব না। সবাই দোয়া করবেন।”

 

নিজের কাজের প্রতি দায়বদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “ভালো কাজ দিয়েই তো আজ এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া কিন্তু জীবনে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই। কাজ শেষ হলে বিস্তারিত জানাব।”

 

অভিনয়ের পাশাপাশি তিনি ভবিষ্যতে নতুন মাধ্যমেও নিজেকে পরখ করতে চান বলে জানান।