মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাঠ বদলেই ভাগ্য খুলল হারমনপ্রিতদের

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ১১:২৪ এএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়ল ভারত। নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে শেফালি ভার্মা ও দীপ্তি শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ২৯৮ রানের বিশাল স্কোর গড়ে হারমনপ্রিত কৌরের দল। শেফালি ও দীপ্তি দুজনই করেন হাফ সেঞ্চুরি, আর রিচা ঘোষ ২৪ বলে ঝোড়ো ৩৪ রান যোগ করেন ইনিংসের শেষ দিকে।

 

জবাবে দক্ষিণ আফ্রিকা ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়। ফলে ৫২ রানের জয় নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জেতে ভারত।

 

জয়ের পর ভারতীয় অধিনায়ক হারমনপ্রিত কৌর বলেন, “ইংল্যান্ডের কাছে হারের পর আমরা ভীষণ ভেঙে পড়েছিলাম, কিন্তু কেউ হাল ছাড়েনি। সেই রাতেই দলের মানসিকতা বদলে যায়। আমরা ঠিক করি, এবার আরও আক্রমণাত্মকভাবে খেলব এবং জিতব।”

 

তিনি আরও বলেন, “যখন শুনলাম সেমিফাইনাল ও ফাইনাল ডি ওয়াই পাতিলে হবে, খুব খুশি হয়েছিলাম। এখানে উইকেট ভালো, সমর্থকেরা মাঠ ভরান—এই সমর্থনই আমাদের জয়ের বড় অনুপ্রেরণা ছিল। বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে খেলা সরার পর থেকেই আমরা নিজেদের মধ্যে বলছিলাম, এবার চ্যাম্পিয়ন হবো।”

 

সমালোচনা নিয়ে হারমনপ্রিতের প্রতিক্রিয়া, “সমালোচনা জীবনের অংশ। এতে ভারসাম্য আসে। আমি তাদের দোষ দিই না, বরং মাঠেই জবাব দেওয়ার চেষ্টা করি।”