বিএনপির ফাঁকা ৬৩ আসনে অগ্রাধিকার পাচ্ছেন জোটের পরীক্ষিত নেতারা
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ১০:৫৪ এএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
		
	ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে **২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি**, তবে **৬৩টি আসন ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা হয়েছে**। এসব আসনে **আওয়ামী লীগবিরোধী আন্দোলনে বিএনপির পাশে থাকা জোটভুক্ত দলগুলোর নেতারা** অগ্রাধিকার পাবেন বলে জানা গেছে।
দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই ফাঁকা আসনগুলোর বেশিরভাগই **লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ, গণফোরাম, ১২ দলীয় জোট, সমমনা জোট ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)**-এর নেতাদের জন্য রাখা হয়েছে।
**চট্টগ্রাম-১৪ আসনে** বিএনপির সমর্থন পেতে পারেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) **অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক**।
**বগুড়া-২ (শিবগঞ্জ)** আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নাগরিক ঐক্যের সভাপতি **মাহমুদুর রহমান মান্না**,
**পটুয়াখালী-৩** আসনে গণঅধিকার পরিষদের সভাপতি **নুরুল হক নুর**, এবং **ঝিনাইদহ-২** থেকে নির্বাচন করবেন দলের সাধারণ সম্পাদক **রাশেদ খান**।
এছাড়া **লক্ষ্মীপুর-১ আসনে** এলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র **সাহাদাত হোসেন সেলিম**, **লক্ষ্মীপুর-৪ আসনে** জেএসডির সভাপতি আসম আব্দুর রবের স্ত্রী **তানিয়া রব**,
**ঢাকা-১৭ আসনে** বিজেপির **আন্দালিব রহমান পার্থ**,
এবং **ঢাকা-১৩ আসনে** **ববি হাজ্জাজ** প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিএনপির সমর্থনে।
**ঝালকাঠি-১ আসনে** সমর্থন পেতে পারেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান **ডা. মোস্তাফিজুর রহমান ইরান**, যিনি ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অন্যদিকে, **ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে** নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী **জোনায়েদ সাকি**।
বিএনপি মহাসচিব **মির্জা ফখরুল ইসলাম আলমগীর** জানান, “যেসব দল যুগপৎ আন্দোলনে আমাদের পাশে ছিল, তাদের প্রার্থীরা যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, সেখানে বিএনপি প্রার্থী দেয়নি। পরে সমন্বয় করে চূড়ান্ত করা হবে।”
দলীয় সূত্র বলছে, অবশিষ্ট আসনগুলোতে পরে **ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্যে যাচাই-বাছাই করে** মনোনয়ন দেওয়া হবে।
 
