মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

নরসিংদী-২ আসনে বিএনপি থেকে লড়বেন ড. আব্দুল মঈন খান

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ০৮:১৫ এএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পালাশ) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

 

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থী যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে। তিনি এর আগে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তৎকালীন বিএনপি সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। নরসিংদী অঞ্চলে শিক্ষিত, নীতিবান ও ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে তিনি ব্যাপকভাবে পরিচিত।

 

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা মনে করেন, ড. মঈন খানের নেতৃত্বে পলাশে বিএনপি আরও শক্তিশালী অবস্থানে যাবে।

 

দলীয় মনোনয়ন পাওয়ার পর ড. আব্দুল মঈন খান বলেন, “জনগণই দেশের মালিক। আমি নরসিংদী-২ আসনের জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য।”

 

স্থানীয় বিএনপি নেতারা জানান, তার নেতৃত্বে নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে তিনি মাঠপর্যায়ে ধারাবাহিক সভা ও গণসংযোগ পরিচালনা করছেন।