দিনাজপুরে খালেদা জিয়া, বগুড়ায় প্রার্থী তারেক রহমান
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার
		
	ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য **২৩৭ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা** ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব **মির্জা ফখরুল ইসলাম আলমগীর** চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বিএনপির চেয়ারপারসন **খালেদা জিয়া** আসন্ন নির্বাচনে **বগুড়া-৭ এবং দিনাজপুর-৩** আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান **তারেক রহমান** **বগুড়া-৬** আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
মহাসচিব মির্জা ফখরুল নিজে **ঠাকুরগাঁও-১** আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
