সত্য ঘটনায় অনুপ্রাণিত ‘ট্রাইব্যুনাল’-এ তানিয়া-মৌসুমী-সায়রা-ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০৬:২৬ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার
		
	সত্য ঘটনা অবলম্বনে চট্টগ্রামে শুরু হয়েছে নতুন সিনেমা **‘ট্রাইব্যুনাল’**-এর শুটিং। রায়হান খান পরিচালিত এ কোর্টরুম ড্রামা সিনেমায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী **তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তারকে**।
পরিচালক জানিয়েছেন, সিনেমাটিতে **চমক হিসেবে যুক্ত হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া**। তিনি বলেন, “‘ট্রাইব্যুনাল’ নির্মিত হচ্ছে নারী ও শিশু নির্যাতন ২০০১ আইনের একটি মামলা অবলম্বনে। গল্পে রয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনৈতিক বাস্তবতা।”
রায়হান খান আরও জানান, “এটি একটি কোর্টরুম ড্রামা। এখানে গল্পই মুখ্য। চরিত্রের প্রয়োজনে অনেক তারকাকে যুক্ত করা হয়েছে। ফারিয়াকে দর্শকরা চমক হিসেবেই দেখবেন।”
গত ৮ অক্টোবর থেকে চট্টগ্রামে ছবিটির শুটিং শুরু হয়েছে। পরে কিছু দৃশ্য ধারণ করা হবে রাজধানী ঢাকা ও এফডিসিতে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে **আগামী ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে**।
‘ট্রাইব্যুনাল’-এ আরও অভিনয় করছেন **তারিক আনাম খান, আদর আজাদ, রাকিব হোসেন ইভান, সাবেরি আলম ও মিলন ভট্টাচার্য**।
 
