মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তিতাসে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ০৫:২২ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার

কুমিল্লার তিতাস উপজেলায় অস্ত্রসহ এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনী। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ভোর পর্যন্ত উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত মো. ফারুক মিয়া সরকার (৫৩) শাহপুর গ্রামের মো. আনু মিয়া সরকারের ছেলে এবং মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

 

তিতাস থানা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম শাহপুর গ্রামে অভিযান চালায়। এ সময় রাত ৪টা ৫ মিনিটে শাহপুর গ্রামের ছাদেক ব্যাপারির বাড়ি থেকে ফারুক মিয়া সরকারকে আটক করা হয় এবং ১টি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছোরা ও ৫টি রামদা উদ্ধার করা হয়।

 

এরপর রাত ৪টা ৫০ মিনিটে একই গ্রামের জজ মিয়ার বাড়ির উঠানে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি মিটসেল্ফ থেকে আরও ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

 

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “গ্রেফতারকৃত মো. ফারুক মিয়া সরকার ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে গ্রেফতারকৃতকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।”