মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

জনমনে জিজ্ঞাসা বাড়ছে—যথাসময়ে কি নির্বাচন হবে?

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে রাজধানীর একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনমনে প্রশ্ন উঠেছে—নির্বাচন কি যথাসময়ে অনুষ্ঠিত হবে কি না।

 

তারেক রহমান সতর্ক করে বলেন, “বর্তমান পরিস্থিতিতে কোনো অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে এমন ঝুঁকি তৈরি হতে পারে। মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এ বিপদের কথা মনে রাখতে হবে।”

 

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পর্যায়ক্রমে দেশের তিনশ সংসদীয় আসনে বিএনপি বা বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়নের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিএনপি ফ্যাসিবাদবিরোধী রাজপথের শরিকদেরও প্রার্থী করবে।

 

তারেক রহমান আরও বলেন, “প্রতি সংসদীয় আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও একক প্রার্থী তালিকায় সবার মনোনয়ন সম্ভব নয়। আপনারা দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের সিদ্ধান্ত মেনে কাজ করবেন।”

 

বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয় আলোচনা করা হবে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদকে জরুরি ভিত্তিতে লন্ডনে ডেকে নেন; সম্ভবত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নির্বাচনী জোট বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

 

তারেক রহমানের বার্তা স্পষ্ট—জনগণ ও দলের ঐক্যই বিএনপির শক্তি, আর ধানের শীষ জিতলেই বিজয় হবে দেশ ও গণতন্ত্রের।