মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

অভিযোগ ছাড়াই ১২ ঘণ্টা কাজ করেন রাশমিকা: ‘থাম্মা’ নির্মাতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার

বলিউডে অনেক অভিনেত্রী নির্দিষ্ট সময়ের কাজের দাবি তুলছেন; দীপিকা পাড়ুকোন সর্বোচ্চ ৮ ঘণ্টার শিফট চেয়েছেন। তবে এই দাবির কারণে পরপর দুটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। এই প্রসঙ্গে ‘থাম্মা’ সিনেমার পরিচালক আদিত্য সরপোতদার জানিয়েছেন, রাশমিকা মান্দানা সম্প্রতি মুক্তি পাওয়া ‘থাম্মা’ সিনেমার সেটে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন, কোনো অভিযোগ ছাড়াই।

 

আদিত্য বলেন, “কাজের সময় নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ। টানা ২৪ ঘণ্টা কাজ মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত কষ্টদায়ক। ১২ ঘণ্টার শিফট বাস্তবসম্মত। তবে এটা সবার জন্য এক নিয়ম হওয়া উচিত নয়; বোঝাপড়ার মাধ্যমে কাজ করলে সব ঠিক থাকে।”

 

তিনি আরও জানান, রাশমিকা এখন এমন পর্যায়ে আছেন যেখানে দীর্ঘ সময় কাজ সহজেই সামলে নিতে পারেন। কাজের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্য নিশ্চিত করা পরিচালক হিসেবে তাদের দায়িত্ব। রাশমিকার এই পরিশ্রম সিনেমার স্বার্থেই করা।