সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৭, আহত অন্তত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ১০:৩২ এএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার

আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে সোমবার ভোরে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। খবর **আল জাজিরা**।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা **(ইউএসজিএস)** জানিয়েছে, ভোরে হিন্দুকুশ অঞ্চলের **খোলম এলাকায়** ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার হিসেবে জানানো হয়।

 

প্রায় পাঁচ লাখ ২৩ হাজার জনসংখ্যার শহর **মাজার-ই-শরিফের কাছেই** ছিল এর উপকেন্দ্র। রাজধানী **কাবুল** থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে **এএফপি** জানিয়েছে।

 

সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র **সামিম জোয়ানদা** বলেন, “সকাল পর্যন্ত মোট সাতজন নিহত এবং ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

 

বালখ প্রদেশের মুখপাত্র **হাজি জায়েদ** জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের বিখ্যাত **ব্লু মসজিদের একটি অংশ** ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিও ও ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকারীরা ভবনের ধ্বসে পড়া অংশ থেকে মরদেহ টেনে বের করছেন।

 

উল্লেখ্য, গত দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলেও এক শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ঘটে।