ডিগ্রি কোর্সের মর্যাদা পুনরুদ্ধারে একাডেমিক সংস্কার জরুরি: নোসাব
স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০৭:১১ পিএম, ২ নভেম্বর ২০২৫ রোববার
বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ডিগ্রি (পাস) কোর্স আজ এক প্রকার অবহেলিত ও অকার্যকর কোর্সে পরিণত হয়েছে। এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য দ্রুত একাডেমিক সংস্কার জরুরি – এমন মত প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব)।
নোসাব জানায়, সরকারি চাকরির কাঠামোয় ৯ম ও ১০ম গ্রেডে আবেদন করতে সাধারণত অনার্স বা মাস্টার্স ডিগ্রি প্রয়োজন হয়, অথচ ডিগ্রি পাস শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত। তিন বছর মেয়াদী এই কোর্স শেষে “প্রিলিমিনারি টু মাস্টার্স” নামে এক বছরের একটি কোর্স থাকলেও এর কোনো পৃথক সার্টিফিকেট নেই, যা শিক্ষার্থীদের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংগঠনটির মতে, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ও প্রিলি টু মাস্টার্স কোর্সে দীর্ঘ সেশনজট এবং সীমিত চাকরির সুযোগ শিক্ষার্থীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
নোসাব প্রস্তাব করেছে, ডিগ্রি ও প্রিলি টু মাস্টার্সের ফলাফল একত্রিত করে চার বছর মেয়াদী সমন্বিত সনদ প্রদান করা যেতে পারে, যা দিয়ে শিক্ষার্থীরা বিসিএস-সহ সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ পাবে। পাশাপাশি তিন বছর মেয়াদী ডিগ্রি সার্টিফিকেটধারীদেরও কমপক্ষে ১০ম গ্রেডের পদে আবেদন করার যোগ্যতা নিশ্চিত করতে হবে।
নোসাব মনে করে, রাষ্ট্র যদি দ্রুত এই সমস্যার সমাধান না করে, তাহলে ডিগ্রি কোর্স রাখা অর্থহীন হয়ে পড়বে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।
