সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তাহসানের গুঞ্জনের পরই প্রেমিককে প্রকাশ্যে আনলেন ফারিণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২ নভেম্বর ২০২৫ রোববার

সংগীতশিল্পী তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জনের কারণে এক সময় আলোচনায় ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দু’বছর আগে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে, কেউ কেউ বিষয়টি বিয়ে পর্যন্ত নিয়ে যান। তবে অনেক দিন পরই বিষয়টি ধীরে ধীরে অচিহ্নিত হয়ে যায়।

 

সম্প্রতি কলকাতা সফরে গিয়ে টালিগঞ্জের বিভিন্ন তারকার সঙ্গে দেখা করেছেন ফারিণ। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত জীবন ও অভিনয় জীবন নিয়ে বিস্তর কথা বলেন। ফারিণ জানান, “বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বয়সে বিয়ে করবেন, সেটা নিজেই ঠিক করবেন। আমি তো দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে।”

 

তাহসানের সঙ্গে প্রেমের পুরোনো গুঞ্জনকে সরাসরি তিনি অস্বীকার করেছেন। ফারিণ বলেন, “বিষয়টি পুরোটাই ভুল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই আমি আমার বর্তমান স্বামীকে প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।”

 

ফারিণ ২০২৩ সালের আগস্টে দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন।