সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার ‘মঞ্জুলিকা’ হবেন অনন্যা পাণ্ডে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২ নভেম্বর ২০২৫ রোববার

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’-এর চতুর্থ সিনেমায় আলোচিত ‘মঞ্জুলিকা’ চরিত্রে দেখা যেতে পারে অনন্যা পাণ্ডেকে। এই সিরিজের পূর্ববর্তী তিনটি সিনেমা বক্স অফিসে ব্যাপক সফল হয়েছে এবং নতুন সিনেমার ঘোষণা আসতে চলেছে।

 

সম্প্রতি অনন্যা তার ২৭তম জন্মদিন উদযাপন করেছেন। জন্মদিনের শুভেচ্ছায় তারকাদের মধ্যে ছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। জন্মদিনের একটি মজার ভিডিও শেয়ার করে অনন্যা বলেছিলেন, তিনি কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৪’-এ ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে কার্তিক অনন্যাকে ‘সবচেয়ে নিঃস্বার্থ সহ-অভিনেত্রী’ বলে উল্লেখ করেছেন।

 

যদিও অনন্যার এই ঘোষণা রসিকতার সঙ্গে করা হয়েছিল, তবুও তা ভক্তদের মধ্যে নতুন জল্পনা তৈরি করেছে। এছাড়া, অনন্যা সম্প্রতি নির্মাতা আরিয়ান খানের ওয়েব সিরিজে অভিনয়ের ইচ্ছার কথাও প্রকাশ করেছেন।