সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফের প্রেমে পড়েছেন মালাইকা অরোরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২ নভেম্বর ২০২৫ রোববার

বলিউডের গ্ল্যামার ডিভা মালাইকা অরোরা নতুন প্রেমের জালে বাঁধা পড়েছেন। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত জনপ্রিয় গায়ক এনরিক ইগলেসিয়াসের কনসার্টে মালাইকা ধরা পড়লেন এক রহস্যময় তরুণের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে। কনসার্টে দুজনকে সাদা পোশাকে আনন্দময় সময় কাটাতে দেখা যায়।

 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন প্রেমিক হলেন ডায়মন্ড ব্যবসায়ী হর্ষ মেহেতা। মালাইকার সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় ১৯ বছর। অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক ও প্রেমের সমাপ্তির পরই মালাইকার এই নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে।

 

প্রতিবেদন অনুযায়ী, হর্ষের সঙ্গে মালাইকার বন্ধুত্ব শুরু হয়েছিল গত বছরের মধ্যে, এবং মাসখানেক ধরে তারা একে-অপরকে ডেট করছেন। গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়ও তাদের একসাথে ছবি ধরা পড়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।