পর্তুগালের জার্সিতে রোনালদোর ছেলের প্রথম গোল
মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ১২:১৯ পিএম, ২ নভেম্বর ২০২৫ রোববার
ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৫ বছর বয়সী পুত্র ক্রিশ্চিয়ানো জুনিয়র তার ফুটবল যাত্রার প্রথম বড় সাফল্য পেলেন। তুরস্কের আনতালিয়ায় ফেডারেশনস কাপের ম্যাচে ওয়েলসের বিপক্ষে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে তিনি পর্তুগালের অনূর্ধ্ব–১৬ দলের হয়ে প্রথমবারের মতো জালে বল পাঠালেন।
ম্যাচের ৪২তম মিনিটে কার্লোস মোইতার নিখুঁত থ্রু-পাস থেকে ডান পায়ে নিচু শটে গোল করেন জুনিয়র। পর্তুগাল শেষ পর্যন্ত ৩–০ ব্যবধানে জয় নিশ্চিত করে। পরবর্তীতে রাফায়েল ক্যাব্রাল ৬৫তম মিনিটে ও যোগ করা সময়ে দুটি গোল করেন।
ক্রিশ্চিয়ানো জুনিয়র এখন সৌদি আরবের আল–নাসর একাডেমিতে খেলছেন, যেখানে তার বাবা রোনালদোও খেলেন। রোনালদো বলেন, “আমি ওর ওপর অতিরিক্ত চাপ দিই না। সে ইতিমধ্যেই ‘ক্রিশ্চিয়ানোর ছেলে’ হওয়ার চাপের মধ্যে আছে। আমি চাই, সে ভুল করার সুযোগ পেয়ে একজন পেশাদার খেলোয়াড় হয়ে উঠুক।”
এর আগে, জুনিয়র ভলাতকো মার্কোভিচ টুর্নামেন্টে পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলের হয়ে দুটি গোল করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন। আনতালিয়ায় তার এই প্রথম গোল প্রমাণ করছে, তিনি ধীরে ধীরে নিজের ফুটবল পরিচয় গড়ে তুলছেন।
