রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে মালাইকা? কনসার্টে ফাঁস নতুন সম্পর্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার

বলিউডের ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্ল মালাইকা অরোরা আবারও প্রেমের খবরে শিরোনামে। আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানার পর অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যাওয়ার পর এখন আবার নতুন করে শুরু হয়েছে আলোচনার ঝড়— এবার নাকি মালাইকা মজেছেন ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে।

 

গুঞ্জন শুরু হয় সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল স্টার এনরিক ইগলেসিয়াসের ‘হাইভোল্টেজ’ কনসার্ট ঘিরে। সেখানে সাদা পোশাকে দেখা যায় মালাইকাকে, পাশে রহস্যময় এক পুরুষকে। দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি ছড়িয়ে পড়তেই বলিউডপাড়া মুখর হয়ে ওঠে নতুন প্রেমের গুঞ্জনে।

 

শিল্পমহলের সূত্র বলছে, মালাইকার নতুন প্রেমিকের নাম হর্ষ মেহতা, যিনি একজন হীরা ব্যবসায়ী। জানা গেছে, চব্বিশ সালের মাঝামাঝি অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হওয়ার পরই মালাইকার সঙ্গে হর্ষের ঘনিষ্ঠতা বাড়ে। এখন তারা নাকি নিয়মিত দেখা করছেন এবং একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা করছেন।

 

গত বছর স্পেনে ছুটি কাটাতে গিয়ে মালাইকার একটি ছবিতে পেছনে দেখা গিয়েছিল এক সুদর্শন পুরুষকে। তখন থেকেই শুরু হয় নতুন সম্পর্কে জল্পনা, যদিও মালাইকা কখনও তা প্রকাশ্যে স্বীকার করেননি।

 

সম্প্রতি ৫২-তে পা দেওয়া এই বলিউড তারকা নিজের বয়স ও ব্যক্তিগত জীবন নিয়ে বারবার ট্রোলের শিকার হয়েছেন। কিন্তু তিনি বরাবরের মতোই নীরব থেকেছেন, নিজের মতো বাঁচতে ভালোবাসেন। এনরিক ইগলেসিয়াসের কনসার্টেই যেন ধরা পড়ল তার নতুন জীবনের রঙ— যেখানে প্রেম আবার ফিরে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।