জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার
**শিরোনাম:**
**মূল সংবাদ:**
জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট আয়োজনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চাইছে। তবে তারা সফল হবে না, কারণ একাত্তরই আমাদের জন্মভূমি। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ আখ্যা দিয়েছিল, কিন্তু জাতি সেটা ভুলে যায়নি।”
তিনি আরও বলেন, “অভ্যুত্থানের তিন মাসের মধ্যে যদি নির্বাচন হয়ে যেত, তাহলে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পেত না। আমাদের ঘোষিত ৩১ দফায় সব সংস্কারের বিষয় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা সংস্কারের পক্ষে অবস্থান করছি। পিআর অনুষ্ঠিত হবে কি না, তা আগামী সংসদ নির্ধারণ করবে। পিআর না হলে নির্বাচন হবে না—এ কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”
বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, “সব ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।”
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়েও প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, “ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন। তাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে অনুরোধ করা উচিত, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”
এদিকে একই দিনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো; যার যখন প্রয়োজন, কেটে নিয়ে যায়।”
তিনি আরও বলেন, “দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা। জামায়াত একসময় জাসদ ও গলাকাটা পার্টির সঙ্গে যুক্ত ছিল, এখন তারা রূপ বদলাচ্ছে এবং হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।”
আলাল আরও বলেন, “একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত।”
