রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

আজ সন্ধ্যায় কচুয়ায় বড় পর্দায় প্রদর্শিত হবে তারেক রহমানের সাক্ষাতক

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার

সম্প্রতি বিবিসি বাংলায় প্রচারিত তারেক রহমানের ঐতিহাসিক সাক্ষাতকার টি  আজ সন্ধ্যায় কচুয়ার উত্তর বাজারে  জনসাধারণের উদ্দেশ্যে মাল্টিমিডিয়ার বড় পর্দায় প্রদর্শন করা হবে।

 

বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনামালক ঐতিহাসিক সাক্ষাতকার  টি কচুয়ায় সর্বসাধারনের মাঝে প্রচারের উদ্যোগ গ্রহণ করেন কচুয়ার সাবেক এমপি, জোট সরকারের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী,বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদ পুর -- ১, কচুয়া থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড,.আ ন ম এহসানুল হক মিলন। তারেক রহমানের বক্তৃতা প্রদর্শনের কথা শুনে কচুয়ার বিভিন্ন অঞ্চল থেকে নেতা কর্মীরা  ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়  দলে দলে অনুষ্ঠানস্থলে আসা শুরু করেছে।

 

অনুষ্ঠানের উদ্যোক্তা ও আয়োজক  ড. মিলন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশ নায়ক তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত ঐতিহাসিক সাক্ষাতকার টি দেশ গঠনে নেতা কর্মীদের ঐক্য বদ্ধ থেকে কাজ করার বিষয়ে   ব্যাপক ভাবে অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। তাই কচুয়া বাসীর কাছে আজকের এই উপস্থাপনা।