বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

ভিনির রিয়ালের প্রতি ক্ষোভ, কোচ আলনসোর বললেন: কোনো শাস্তি হবে না

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের আচরণ নিয়ে বিতর্ক থামছেই না। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তিনি কোচ জাবি আলনসোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। এর ফলে সামাজিক মাধ্যমে সমালোচনা ও আলোচনা শুরু হয়।

 

ভিনি পরে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং সমর্থক, সতীর্থ ও ক্লাবের প্রতি তার আবেগ ব্যক্ত করেন। এমনকি ক্লাব ছাড়ার হুমকি দিয়েছিলেন। তবে পরে ভিনিসিয়ুস জানান, রিয়ালের প্রতি ভালোবাসা ও আবেগে এই আচরণ করেছেন এবং তিনি তার ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলতে চান।

 

কোচ জাবি আলনসো বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন। ৩১ অক্টোবর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভিনি অসাধারণ ছিল, একদম নিখুঁত। সে যা অনুভব করেছে, সেটা সত্যভাবে বলেছে। আমি এতে খুবই সন্তুষ্ট। আমার কাছে তখনই বিষয়টি শেষ।”

 

আলনসো আরও যোগ করেন, “ভিনি সততা দেখিয়েছে এবং কোনো শাস্তি তাকে দিতে হবে না। বুধবারই সব মিটমাট হয়েছে, আমরা দারুণভাবে অনুশীলন করেছি। ভিনি ভালো আছে, সে কোনো শাস্তি পাচ্ছে না।”