রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৩ ১৪৩২   ১৬ জমাদিউস সানি ১৪৪৭

৩০ দিনের মধ্যে সৌদি না গেলে বাতিল হবে ওমরাহ ভিসা

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৬:২১ পিএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার নীতিমালায় নতুন সংশোধন এনেছে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে না গেলে বা ভ্রমণের জন্য নিবন্ধন না করলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

 

বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যম *আল আরাবিয়া* সূত্রে জানা গেছে, নতুন নিয়ম কার্যকর হলেও ভিসার মেয়াদ অপরিবর্তিত থাকবে। আগের মতোই সৌদি আরবে প্রবেশের পর থেকে ৯০ দিনের জন্য ভিসা কার্যকর থাকবে, এবং প্রবেশের দিন থেকেই সময় গণনা শুরু হবে।

 

পূর্বের নিয়মে ভিসা পাওয়ার পর সৌদি আরবে প্রবেশের কোনো সময়সীমা নির্ধারিত ছিল না। এবারই প্রথম সেই সীমা নির্ধারণ করা হলো। *সৌদি গেজেট* জানিয়েছে, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে হজযাত্রী যদি সৌদি প্রবেশের জন্য নিবন্ধন না করেন, তাহলে তার ওমরাহ ভিসা বাতিল ঘোষণা করা হবে।

 

*আল-জাজিরা* জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই নতুন এই নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। সৌদি ওমরাহ ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা আহমেদ বাজাঈফা বলেন, আসন্ন মৌসুমে ওমরাহযাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে।

 

তিনি আরও জানান, গ্রীষ্মকাল শেষে মক্কা ও মদিনার তাপমাত্রা কমে আসায় ওমরাহ পালনে মুসল্লিদের ভিড় বেড়ে যেতে পারে। জুন মাসে নতুন মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি বিদেশি ওমরাহ ভিসা পেয়েছেন, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় রেকর্ড।